Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

রুপকল্প:
টেকসই, নিরাপদ ও লাভজনক কৃষি।

অভিলক্ষ্য:
ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, শস্য বহুমূখীকরণ, পুষ্টিসমৃদ্ধ নিরাপদ ফসল উৎপাদন ও বিপণন ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে কৃষিকে লাভজনক করা এবং জনসাধারণের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

পাতা

ভিশন ও মিশন

 

সাধারণ তথ্য:

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় এর আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।

মিশন:

১। সেচ অবকাঠামো উন্নয়নসহ সেচ এলাকা ও আবাদী জমি স¤প্রসারণ।
২। সেচ সুবিধা চালু হওয়ায় এলাকায় এক ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে।
৩। পরিবেশ উন্নয়নে বনায়ন।
৪। মান সম্পন্ন বীজ উৎপাদন ও বিপনন।
৫। কৃষি পণ্য সহজে বাজারজাত করণের জন্য গ্রামীন যোগযোগ উন্নয়নে পাকা রাস্তা ও ব্রীজ-কালভার্ট তৈরী।
৬। ভূ-উপরিস্থ পানি ও মৎস্য সম্পদ উন্নয়নে সরকারি খাস পুকুর, খাল/খাড়ী খনন এবং খালে ক্রস ড্যাম নির্মাণ।
৭। বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য গভীর নলক‚প হতে খাবার পানি স্থাপনা নির্মান।
৮। কৃষকের কৃষি বিষয়ক বিষয়ে উন্নয়নে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ।

ভিশনঃ

রংপুর বিভাগের দিনাজপুর জেলার  বিরামপুর উপজেলার এলাকায় কৃষি ও পরিবেশ উন্নয়ন।